মৌলভীবাজার জেলা বাংলাদেশের সিলেট বিভাগে অবস্থিত। এই জেলার একজন সন্তান আমি। স্বপ্ন ছিলো আইটি বিষয়ে দক্ষ ও একজন উদ্দোক্তা হবো, নিজের লক্ষ্যে অটুট থেকে নিজ উদ্যোগে অল্প বয়স থেকে পরিশ্রম করে আইটি বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছি। ১৬ বছর বয়স থেকে জব করে পড়াশুনা, ফ্যামিলি মেইনটেইন ও নিজের জন্য কিছু করার আপ্রাণ চেষ্টায় ছিলাম। প্রায় ৫ বছর বিভিন্ন আইটি ফার্মে জব করে অত:পর ২০১৫ সালে "নিশান'স মিডিয়া" নামে একটি গ্রাফিক, ওয়েব ডিজাইন ও প্রিন্টিং ফার্ম শুরু করি। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৮ জন কর্মী নিয়োগ রয়েছে। সেখানে নিজস্ব ডিজিটাল ব্যানার প্রিন্ট মেশিন, ক্রেস্ট, টি-শার্ট প্রিন্টিং মেশিন সহ বিভিন্ন গ্রাফিক ও ওয়েব ডিজাইন সহ কম্পিউটার বিক্রয় ও সার্ভিসিং সেবা দেওয়া হয়।
'যেহেতু আমি একজন উদ্দোক্তা, উদ্দোক্তারা থেমে থাকতে নেই।' পরবর্তীতে স্বপ্ন আরো বড় হয়, তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে মৌলভীবাজার জেলাকে এগিয়ে নিতে ছোট্ট পরিসরে জেলার শিক্ষার্থীদের মানসম্মত আইটি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ২০১৭ সালে। আরো একটি আইটি ফার্ম "ইয়ুথ আইটি ইন্সটিটিউট" নামে মাত্র কয়েকটি কম্পিউটার এবং কয়েকজন প্রশিক্ষক নিয়ে শুরু করি। বছরের পর বছর ধরে, ইনস্টিটিউটটি আকারে বড় হয়েছে পরবর্তীতে স্থান ও নাম পরিবর্তন করে "ক্রিয়েশন ইন্সটিটিউট অব টেকনোলজি" দিয়েছি। এখন এই প্রতিষ্ঠান বিস্তৃত আইটি কোর্স এবং প্রোগ্রাম অফার করছে। জেলায় সম্পূর্ণ বিনামূল্যে [ফ্রি) প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ ও হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে সক্ষম হয়েছি। এছাড়াও সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়ে কাজ করছে ক্রিয়েশন ইন্সটিটিউট অব টেকনোলজি। আজ আমি গর্বের সাথে বলতে পারি, ঐ প্রতিষ্ঠানে বা ফ্রিল্যান্সিং মার্কেটে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী কাজ করছেন। ইনস্টিটিউটটি তার স্বল্প সময়ের মধ্যে দূর্দান্ত সাফল্য দেখিয়েছে, যা জেলা পর্যায়ে বিভিন্ন গুণীজন অবহিত।
আইটি শিক্ষার ক্ষেত্রে অবদান ও বেস্ট ডিজাইন-এর জন্য বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, জনাব আব্দুল মান্নান এমপি। জাতীয় সংসদের মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য, সৈয়দা সায়রা মহসীন এম.পি, মৌলভীবাজারের জেলা প্রশাসক, জনাব নাজিয়া শিরিন মহোদয়, রোটারি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন- ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ আতাউর রহমান পীর মহোদয়ের থেকে জেলা পর্যায়ে বেস্ট ডিজাইনার ও উদ্দোক্তা এওয়ার্ডও পেয়েছি। ২০২৩ সালে OWS কর্তৃক সারা বাংলাদেশ থেকে বাছাইকৃতদের মধ্যে পেয়েছি ন্যাশনাল টেক এওয়ার্ড ২০২৩।
আমার প্রতিষ্ঠানগুলো এই অঞ্চলে আইটি সেক্টরে অগ্রগতি ও স্কিল ডেভেলপমেন্ট এর প্রতীক হয়ে উঠেছে এবং কীভাবে ছোট-বড় উদ্যোগগুলি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে তার উদাহরণ হয়ে উঠেছে।
এছাড়াও বিআইএস কর্তৃক মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরিক্ষা হয়, যেখানে প্রায় ৩-৪ হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেখানের উপ-পরিক্ষা নিয়ন্ত্রক ও সার্বিক তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছি। ২০১৯-২০ এর সেক্রেটারি হিসেবে ছিলাম, আন্তর্জাতিক সংগঠন রোটারেক্ট ক্লাবে। একজন সংগঠক হিসেবে বিগত বছরগুলোতে আর্তমানবতার স্বার্থে সামাজিক বিভিন্ন কাজ, জেলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই নিয়ে আন্দোলন ও সেমিনার, বন্যা সমস্যায় নদী খনন আন্দোলন, ব্লাড ডোনেশন [১৪ বার দিয়েছি], বৃক্ষ রোপন, বন্যার্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ সেবায় সত:স্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।
Current Course
Instructor
Current Student
Course Completed