বাংলাদেশে আইসিটি ডিভিশনের এক জরিপ থেকে দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৫ লাখেরও বেশি ফ্রিল্যান্সার বিভিন্ন সেক্টরে কাজ করছেন। স্বাধীনভাবে কাজ করে স্বাবলম্বী হতে ট্রেন্ডি পেশা হিসেবে সবাই ফ্রিল্যান্সিং-কে বেছে নিচ্ছে। এভাবেই বিশ্বজুড়ে প্রায় ১ বিলিয়নেরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং করছেন। বেশিরভাগ ফ্রিল্যান্সারের গড় মাসিক আয় প্রায় ৪০ হাজারেরও বেশি। ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে চাচ্ছেন? ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে ক্রিয়েশন ইনস্টিটিউট অব টেকনোলজি ১০টিরও বেশি সেক্টরে মানুষকে দক্ষ করে তুলছে।
Available workplaces
Freelancing can be great option if you prefer an independent career.
Everyday the market places offer a number of jobs.You only need the skills to avail the opportunity.
Contact With Us
Contact us for any information related to the course